Wednesday, October 14, 2009

একটা আকাশ

ফয়েজের লিরিকে দ্বিতীয় গান। প্রায় আটমাস পর খুব কম সময়ে একটা নতুন গান করলাম।


একটা আকাশ সঁপে দিলাম মেঘের কাছে আজ,
কোথায় আমি পাবো এতো কথার কারুকাজ।
কোন কথাটা বারে বারে তোমায় দেবে নাড়া,
কোন কথাতে পাবো আমি বলো তোমার সাড়া।

কি শোনালে বলো তোমার খুলবে মনের ভাঁজ,
কোথায় আমি পাবো এতো কথার কারুকাজ।

আষাঢ়-শ্রাবণ খরায় কাটে তোমার অভিমানে,
বুকে বাঁধা জমাট প্লাবন কজন যে তা' জানে।
ঝরো তুমি অঝোর ধারায় শুকনো পাতার সাজ,
একটা আকাশ সঁপে দিলাম মেঘের কাছে আজ।