Wednesday, January 6, 2010

শুন্য দুটি ঘর

নির্ঝর নৈঃশব্দ্যের লিরিকে দ্বিতীয় গান। লেখকের বিষাদ সংক্রমিত হতে পারে ...

শেষের পথে পথ মেলেছে
অচিন মেঠোপথ,
তাহার সিঁথির চিহ্ন সেথায়
করিছে বসত।

আমার একটি মাঠের পরে
ভাসছে নিরজন,
যেথায় কেহ শূন্যতারে
করে না আপন।

সেজন গেছে কোন সুদূরের
অশ্রু রেখে ঘাসে,
আমার মাঠের ঘাসগুলি তাই
তাহার আশায় আছে।

আমি পুড়ি, সেও পোড়ে,
মধ্যে তেপান্তর;
অচিনপথের দুইটি পাড়ে
শূন্য দুটিঘর।