Tuesday, December 22, 2009

প্রহসন

প্রথমে সাইফ হাসনাত'এর অন্য আরেকটা লিরিক পছন্দ হয়েছিলো, কিন্তু গান করতে পারছিলাম না। এই লেখাটা দেখার পর অপেক্ষা করতে হয়নি।

হঠাৎ রাতে ঘুম ভেঙ্গে যায়
ভাবনাতে ভীড় করে অতীত,
জানলা খুলে দেখি আঁধার
ঘন কুয়াশায় জমাট তিমির

মনটা বলে তোমার কথা
জানতে চায় তুমি আছো কেমন,
তবু তোমার নীরব থাকা
তোমার কথা কি বলতে বারণ

ভাবনারা সব তোমায় খোঁজে
পড়ে একা থাকে এক অবয়ব
ইচ্ছেরা চায় আপন হয়ে
এসো মিছিলের হই কলরব

তুমি এখন অনেক দূরের
অপরিচিত আরো একজন
তোমাকে ছাড়াই জীবন যাবে
বলো হায় কেমন এ প্রহসন

Thursday, November 5, 2009

একটি ঝুমকো আর একটি নীল

নির্ঝর নৈঃশব্দ্যের লিরিকে প্রথম গান - একটি ঝুমকো আর একটি নীল। অনুমতির জন্য তাকে আগে গানটা শোনাতে হলো।

ঝুমকো আর একটি নীল....

কার মুঠোতে একটি ঝুমকো রাখা
কখন ভোরের তরল রোদে আঁকা
আরেকটা তোর নিঝুম পুষ্প কানে
একটি উড়াল বাতাস কেবল জানে

তুই কি এখন অংক খাতার ভাঁজে
পদ্যটা তোর লুকিয়ে রাখিস লাজে
কখন তারার আলো ফুটবে বলে
ঝুল বারান্দা ছড়িয়ে রাখিস ফুলে

শেষ হলে তোর অন্য আরো কাজ
একলা সখা তুই আর কেবল সাঁঝ
চাঁদের পাতায় স্বপ্ন মেখে রাখিস
পাতা ঝরার শব্দ হয়ে থাকিস

জানলাখোলা একটি রাতের চরে
তুই কিরে নীল আজো মুখের পরে
মায়ের বোনা নকশিকাঁথা ঢেকে
গাঁয়ের পথে হাঁটিস একেবেঁকে

এই তো আমি তোর গাঁয়েরই পথ
তোর নাকের কাঁখে একা একটি নথ
একটি ঝুমকো এই মুঠোয় রাখা
আরেকটা তোর পুষ্প কানে আঁকা

তুই তবে আর অংক খাতার ভাঁজে
পদ্যটা তোর লুকিয়ে রাখিস না যে
এখন তারার আলো ফুটছে বলে
ঝুল বারান্দা ছড়িয়ে আছে ফুলে

Wednesday, October 14, 2009

একটা আকাশ

ফয়েজের লিরিকে দ্বিতীয় গান। প্রায় আটমাস পর খুব কম সময়ে একটা নতুন গান করলাম।


একটা আকাশ সঁপে দিলাম মেঘের কাছে আজ,
কোথায় আমি পাবো এতো কথার কারুকাজ।
কোন কথাটা বারে বারে তোমায় দেবে নাড়া,
কোন কথাতে পাবো আমি বলো তোমার সাড়া।

কি শোনালে বলো তোমার খুলবে মনের ভাঁজ,
কোথায় আমি পাবো এতো কথার কারুকাজ।

আষাঢ়-শ্রাবণ খরায় কাটে তোমার অভিমানে,
বুকে বাঁধা জমাট প্লাবন কজন যে তা' জানে।
ঝরো তুমি অঝোর ধারায় শুকনো পাতার সাজ,
একটা আকাশ সঁপে দিলাম মেঘের কাছে আজ।