Tuesday, December 22, 2009

প্রহসন

প্রথমে সাইফ হাসনাত'এর অন্য আরেকটা লিরিক পছন্দ হয়েছিলো, কিন্তু গান করতে পারছিলাম না। এই লেখাটা দেখার পর অপেক্ষা করতে হয়নি।

হঠাৎ রাতে ঘুম ভেঙ্গে যায়
ভাবনাতে ভীড় করে অতীত,
জানলা খুলে দেখি আঁধার
ঘন কুয়াশায় জমাট তিমির

মনটা বলে তোমার কথা
জানতে চায় তুমি আছো কেমন,
তবু তোমার নীরব থাকা
তোমার কথা কি বলতে বারণ

ভাবনারা সব তোমায় খোঁজে
পড়ে একা থাকে এক অবয়ব
ইচ্ছেরা চায় আপন হয়ে
এসো মিছিলের হই কলরব

তুমি এখন অনেক দূরের
অপরিচিত আরো একজন
তোমাকে ছাড়াই জীবন যাবে
বলো হায় কেমন এ প্রহসন

No comments: