Thursday, November 5, 2009

একটি ঝুমকো আর একটি নীল

নির্ঝর নৈঃশব্দ্যের লিরিকে প্রথম গান - একটি ঝুমকো আর একটি নীল। অনুমতির জন্য তাকে আগে গানটা শোনাতে হলো।

ঝুমকো আর একটি নীল....

কার মুঠোতে একটি ঝুমকো রাখা
কখন ভোরের তরল রোদে আঁকা
আরেকটা তোর নিঝুম পুষ্প কানে
একটি উড়াল বাতাস কেবল জানে

তুই কি এখন অংক খাতার ভাঁজে
পদ্যটা তোর লুকিয়ে রাখিস লাজে
কখন তারার আলো ফুটবে বলে
ঝুল বারান্দা ছড়িয়ে রাখিস ফুলে

শেষ হলে তোর অন্য আরো কাজ
একলা সখা তুই আর কেবল সাঁঝ
চাঁদের পাতায় স্বপ্ন মেখে রাখিস
পাতা ঝরার শব্দ হয়ে থাকিস

জানলাখোলা একটি রাতের চরে
তুই কিরে নীল আজো মুখের পরে
মায়ের বোনা নকশিকাঁথা ঢেকে
গাঁয়ের পথে হাঁটিস একেবেঁকে

এই তো আমি তোর গাঁয়েরই পথ
তোর নাকের কাঁখে একা একটি নথ
একটি ঝুমকো এই মুঠোয় রাখা
আরেকটা তোর পুষ্প কানে আঁকা

তুই তবে আর অংক খাতার ভাঁজে
পদ্যটা তোর লুকিয়ে রাখিস না যে
এখন তারার আলো ফুটছে বলে
ঝুল বারান্দা ছড়িয়ে আছে ফুলে

No comments: