প্রথম গান করি আবু আহসান মিশুর একটা কবিতায়। টাইটেল কি ছিলো মনে নাই, হয়তো কোন টাইটেলই ছিলো না। আমরা তখনো কলেজে পড়ি কিংবা কলেজ মাত্র শেষ করেছি। অনেকদিন পরে যখন ব্লগে পাবলিশ করতে চাইলাম মিশু উড়িয়ে দিলো ক্লিশে লেখা বলে। বেশ আগে লেখা বলে আমারো পরের কথাগুলো মনে নাই ... এবং মিশুকে বলেও উদ্ধার করা যায় নাই। প্রথম গান বলে দুর্বলতা আছে। মিশুর কবিতার মানে কখোনই পুরোপুরি বুঝতে পারি না, এই লেখাটাও ব্যতিক্রম না।
বিষন্ন মেঘের মতো
জানালায় বসে আছি একা।
কালো জোছনার অথৈ জল
ছুঁয়ে আছে পা আমার।
এলো মেলো বিছানায়
শুয়ে আছে সঞ্চয়িতা
জীবনানন্দ ছিলেন মুখ গুজে বালিসে।
হাতে নিয়ে খাতা ওল্টাচ্ছি কবিতা
আঁধারে ভেজা
পড়ে আছে নষ্ট বোধ, নির্বোধ ... ভালোবাসা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment