Saturday, December 6, 2008

বিরহবিলাস

গানের কথা লিখেছেন রাজর্ষি নিকের ব্লগার শামীম আশরাফী । এই গানে প্রথম অডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করলাম। শামীম লিরিকে ইচ্ছামতো কাটাছেঁড়া করার অনুমতি দিলেন।

আবারও যদি আসি ঝড় হয়ে
এলোমেলো হয়ে যাও তুমি
ধূসর স্মৃতির বিবর্ণ পাতায়
পড়ে আমার লেখা দিনলিপি
ভেবোনা তোমায় বেসেছিলাম ভালো।

নদীর ঢেউ উত্তাল ছিল বলে
কাল বোশেখী চেয়েছি আমি
সাদা কাশের ঘন সুদূরের পানে
ফিরবো না আর তোমার টানে,
ফিরবো না আর সে চোখের টানে।

ঐন্দ্রজালিক চাঁদের আলোর সুরে
উষ্ণ হত হৃদয় জলাভূমি
নিঝুম দ্বীপের শীতল সবুজ বন
বোঝেনি তোমায় আমার অবুঝ মন
বোঝেনি তোমায় আমার অবুঝ মন

No comments: