সামহোয়ার-ইন-ব্লগের সহজ সুন্দর কবিতাগুলো দেখে মনে হতো এগুলো কত ভালো লিরিক হতে পারতো! এই রকমই একটা লেখা ছিলো আসিফুজ্জামান তমালের "ইচ্ছেঘুড়ি"। অনেকদিন পর তার অনুমতি পাওয়া গেল।
আকাশ জুড়ে বৃষ্টি
আর বৃষ্টি ভেজা মন,
মন চাইছে থাকুক খুশি
আমার আপন জন।
নীল রং-এর আকাশ এখন
কালো মেঘে ঢাকা,
আমি আছি যেমন তেমন,
চাই তোমার ভালো থাকা।
তুমি থেকো সবুজ পাতায়,
তুমিই এলে লেখার খাতায়,
তুমি আছো মেঘের জলে,
আর ভাবছি তোমায় বারে বারে।
আকাশ জুড়ে মেঘের মেলা,
ভীষণ আঁধার কালো,
কেমন করে হঠাৎ যেন,
আশার প্রদীপ নিভে গেল।
নিভে গেল মন আমার,
নিভে গেল স্বপন,
আসছে নিভে সকল আলো,
তবু চাইছি তুমি থেকো ভালো।
Saturday, December 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment