লীনা ফেরদৌস "ভালোবাসার ছড়া-ছড়ি" সিরিজে কিছু ছড়া লিখছিলেন। আমি তার দুইটি ছড়া জোড়া দিয়ে একটা ফোক মতন গান করার চেষ্টা করি। তাঁর সেটা পছন্দ হয়নি। তিনি একটি ছড়াই নতুন করে লিখে দিলেন।
নদীর দুকূল ভাইস্যা গেছে
আসমানেতে চাঁন
তোর হাসিতে ঘর ভাইস্যাছে
মনগাঙ্গেতে বান।
এমন হাসি সয়না প্রাণে
চক্ষে লাগে ধান্ধা
তোর লগেতে বন্ধু আমি
কেমন সূতায় বান্ধা।
কালো মেঘের কোলে লুকায়
আসমানেরই চাঁন
এই মনে চায় লুকাই তোরে
অন্তরের ভিতর।
বাউল আমি তর রূপেতে
গলায় বাঁধি গান
তর লাগিয়া হই বিবাগী
মন করে আনচান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment