Saturday, December 6, 2008

রাত

অনেকদিন পর একদিন হঠাতই গান শুরু করি আমি আর শেলী ভাই । প্রথম কয়েক লাইন সামহোয়্যার-ইন-ব্লগে তুলে দিলাম। বাকীটা লিখে শেষ করেন ব্লগার আসিফুজ্জামান তমাল - যাকে আমি কখোনো দেখিনি, সামহোয়ারে মন্তব্য আদান-প্রদান হয়েছে শুধু।

আজ এই রাতটাকে ধরে রাখোনা
মুখের হাসিটা মুছে ফেলোনা
সময় বয়ে যায় মাতাল গানে
হৃদয় ভেসে যাক সুরের মূর্ছনায়

অতীত মুছে যাক সামনে তাকাও
মুক্ত আকাশে হাতটা বাড়াও
ছুটে চলে যাও আলোর পানে
জীবন খুঁজে পাক বাঁচার মানে

বসত গড়ে আজ নতুন আশা
বুকে ভরে নাও সেই ভালোবাসা
আনন্দে মেতে থাক তোমারই প্রাণ
বাতাসে ভাসে নাও নতুনের ঘ্রাণ।

No comments: