Saturday, December 6, 2008

যাচ্ছি ফেলে

ঠিকানা না থাকায় ফয়েজের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। অনেকদিন পর যোগাযোগ হবার পর তার অনুমতি পাওয়া গেল।

যাচ্ছি ফেলে স্মৃতির যত
ছিল ছেঁড়া পাতা
যাচ্ছি ফেলে তোমার সাথে
হওয়া শেষের কথা।

যাচ্ছি ফেলে মাটির এ পথ
দুপাশেরই ঘাস
যাচ্ছি ফেলে আমার বড়
প্রিয় এই আবাস

যাচ্ছি ফেলে তোমার আমার
হাত ধরে এই হাঁটা
যাচ্ছি ফেলে ঘাসফুল আর
পথের চোরা কাটা

যাচ্ছি ফেলে একমুঠো রোদ
হলদে ফড়িং ডানায়
যাচ্ছি ফেলে ভরা দীঘির জল চোখের
কানায় কানায়

যাচ্ছি ফেলে আরো কয়েক
বছর করে পার
যাচ্ছি ফেলে উন্মুক্ত আমার
কৈশরের দুয়ার

যাচ্ছি আমি যাচ্ছি চলে
অচেনা দূরে
নিলাম তুলে নতুন করে
অচেনা গান সুরে।

No comments: