ব্লগারুদের লেখা থেকে গান করার তৃতীয় অপচেষ্টা ছিলো টিপু কিবরিয়ার "একটি অপূরণীয় বাসনা" । এই গান তাঁর অনুমতিসহ আপলোড করেছিলাম।
এসো সকালের মিষ্টি রোদে
শেষবারের মত শ্বাস ফেলে
হাওয়ায় মিলিয়ে যাই।
হতাশার অব্যর্থ তীরের আঘাতে
রক্ত ঝরার আগে
চলো হারিয়ে যাই।
দীর্ঘতম সৈকতে বসে
দীর্ঘতম বিলাপ
কজনেরই বা পোষায়
তার চেয়ে ভালো
বুক ভরা শ্বাস নিয়ে
হাওয়ায় ভেসে ভেসে
এসো সকালের মিষ্টি রোদে
শেষবারের মত শ্বাস ফেলে
হাওয়ায় মিলিয়ে যাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment