Saturday, December 6, 2008

ছায়াঘর

ফেসবুকে রানার সঙ্গে অনেকদিন পর হঠাত দেখা । তারপর লিরিকের বন্যা। তবে এই খুঁতখুঁতে লিরিকার নিয়ে নানাবিধ ঝঞ্ঝাট। তার লিরিকে হাত দেয়া যায় না, গান সহজে পছন্দ হয় না ইত্যাদি ইত্যাদি।

সকাল দুপুর বিকেল সন্ধ্যা বেলা
অপেক্ষাতে রজনীগন্ধা
বাগান জুড়ে নিঃসঙ্গ, নিঃসঙ্গ হাস্নাহেনা
যায় না চেনা, যায় না চেনা ...

অন্য ভুবন প্রতি রাতে
স্মৃতির আকাশ দূরে থাকে
কৃষ্ণচূড়ায় মরিচিকা
একটা ছবি হচ্ছে আঁকা
একটা ছবি একলা আঁকা ...
একটা ছবি একলা আঁকা ...

ঘোর লাগা চোখ, ভোরের বেলা
আঁধার নিয়ে আলোর খেলা
জলতৃষ্ণায় গোলাপ থাকে
একটা ছেলের দীর্ঘশ্বাসে,
ছায়াঘরে রাতটা জাগে ...
ছায়াঘরে রাতটা জ়াগে ...

No comments: