Saturday, December 6, 2008

নিরুদ্দেশ

এই গানের শুধু টাইটেলটাই আমার। লেখা আকরামের। অনেকদিন যার সঙ্গে যোগাযোগ নাই।

এই নীল - নীল আকাশ
এই নোনা বাতাস
বারণ করে তোমায় হতে দাস
ভোলায় শেকড়, বসবাস
পরিপাটি আচঁড়ানো চুল এলোমেলো করে
ধ্বনি প্রতিধ্বনি তুলে চলো একবার

এই নীল - নীল আকাশ
এই নোনা বাতাস
অথৈ সাগরে ভাসাও ভেলা
তুমি খেলো জীবন মৃত্যু খেলা
হয়তো পথ হারাবে
ভয় পেয়োনা
মেঘ কেটে গেলে
আকাশের তারার পথ দেখাবে

এই নীল - নীল আকাশ
এই নোনা বাতাস
হয়তো এই যাত্রা
কখোনো শেষ হবে না
তাই পরিপাটি আচঁড়ানো চুল এলোমেলো করে
ধ্বনি প্রতিধ্বনি তুলে চলো একবার ...

No comments: